মামুন মোল্লা,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তবে এলাকবাসীর ধারনা কেউ অজ্ঞাত এই ব্যক্তিকে হত্যা করে লাশ গুম করার জন্য এখানে ফেলে রাখে।
জানা গেছে, জীবননগর সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের কৃষকরা ঘাড়কাটি মাঠের কচুরীপানার তলায় অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ ভেসে থাকতে দেখে।
আজ শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার সময় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল দেকে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম দ্রুত এসে ঘটনাস্থল থেকে দেহাবশেষ উদ্ধার করেন ।
তবে এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে লাশের কঙ্কাল উদ্ধার করা হয়ে হয়েছে । তিনি জানান অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এঘটনার বিষয়ে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান তিনি ।