ঢাকা
২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:৪৪
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৪

চার মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ: বাউবি পরিদর্শন করলেন ইউজিসি’র ১০ সদস্যের প্রতিনিধি দল

গাজীপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি ও যুগোপযোগি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ই

উজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ধারবাহিকভাবে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এরই অংশ হিসেবে শনিবার সকালে ইউজিসি সদস্য প্রফেসর ড.
মোহাম্মদ তানজীম উদ্দিন খানের নেতৃত্বে ১০ সদস্যর একটি উচ্চ পর্যায়ের ’প্রতিনিধি দল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের শিক্ষক প্রশিক্ষণ ভেন্যু, অডিটোরিয়াম, গেস্ট হাউস এন্ড ম্যানেজমেন্ট টিম, আইসিটি ইউনিট, ডরমেটরি, মিডিয়া বিভাগ, ট্রান্সপোটেশন এন্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস এবং বাউবির চলমান বিভিন্ন উন্নয়ন কাযর্ক্রম পরিদর্শন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. মোঃ ফখরুল ইসলাম, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, প্রকল্প পরিচালক (হিট প্রকল্প) প্রফেসর ড. আসাদুজ্জামান, উপ-পরিচালক (এসপিকিউএ বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ, প্রোগ্রাম অফিসার (হিট প্রকল্প) আবু তালেব মুঃ মুনীর এবং সহকারী পরিচালক (এসপিকিউএ বিভাগ) মোঃ মোস্তাক আহমেদ এবং বাউবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশন্যাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান ও খান মো. মনোয়ারুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম,
মিডিয়া বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শরীফ মো. শাহাবুদ্দিন।

চার মাসব্যাপী বুনিয়াদি এই প্রশিক্ষণের জন্য ইউজিসি কর্তৃক একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। খসড়া মডিউলে উচ্চশিক্ষার বিধি বিধান, ওবিই কারিকুলাম, টিচিং- লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অনলাইন টিচিং- লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, কারিকুলাম ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাসুউরেন্স, গবেষণা দক্ষতা, কমিউনিকেশন অ্যান্ড এডভান্সড ডিজিটাল লিটারেসি, প্রশাসন ও কৌশলগত ব্যবস্থাপনাসহ মোট ১০টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যায়।

বাউবির সুবিধাদি ও অবকাঠামোগত নানা দিক পরিদর্শন করে প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান সন্তুষ্টি প্রকাশ করে বলেন, নবীন শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে আমাদের এই সমন্বিত উদ্যোগ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram