কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী হত্যার দায়ে স্ত্রী শারমিন (৩০) কে গ্রেফতার করেছে র্যাব।
আজ (২৬ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর মিডিয়া সেল থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে সরাসরি জড়িত ভিকটিম নয়নের দ্বিতীয় স্ত্রী শারমিনকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল মর্জিনা পট্টি এলাকায়। একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী নয়নের খুনের ঘটনায় জড়িত দ্বিতীয় স্ত্রী পলাতক প্রধান আসামী শারমিন (৩০) কে হত্যা মামলা গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য গত বুধবার ২৩ অক্টোবর সকালে পারিবারিক কলহের জেরে নয়নের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে নয়ন গুরুতর আহত হন। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।