শাহীন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুবলী এলাকায় সড়কের উপর দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মেহেদী হাসান জিসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ধুনট উপজেলার জোড়খালি গ্রামের খায়রুল ইসলাম জুয়েল তার ছেলে মেহেদী হাসান জিসানের সাথে মোটরসাইকেল নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে দেখতে গিয়েছিলেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে সেখান থেকে ফেরার পথে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুবলী নামক এলাকায় ফরহাদের গোডাউনের সামনে দাড়িয়ে রাখা একটি ট্রাকের সাথে মোটরসাইকেল নিয়ে স্বজোরে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জিসানের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মেডিকেলে যাওয়ার পথেই সে মারা যায়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় কেউ কোন মামলা না করায় নিহত জিসানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।