বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসানকে প্রত্যাহারের দাবীতে উত্তাল বাগেরহাট জেলা শহর। রোববার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এছাড়া তার প্রত্যাহারের দাবীতে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
এসময় বক্তারা বলেন, যোগদান করার পর থেকে বাগেরহাটের জেলা প্রশাসক নানা কাজের মাধ্যমে স্বৈরাচার হাসিনার দোসরদের প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন। এখনও তার কার্যায়ের জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা শেখ মুজিবের ছবি ঝুলিয়ে রেখেছে।
এসময় অন্যন্যদের মধ্যে বিএনপি নেতা শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, অ্যাড. মোশারফ হোসেন মন্টু, হাদিউজ্জামান হিরো, মাহবুবুর রহমান টুটুল, যুবদল ফকির তারিকুল ইসলাম, শ্রমিকদল নেতা সরদার লেয়াকাত আলী, মহিলা দল নেতা শাহিদা আক্তার, আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ বক্তব্য দেন।
যুবনেতা মোল্লা সুজাউদ্দিন সুজনের নেতৃত্বে শহরের নুর মসজিদ মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
প্রসংগত, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ তার বক্তৃতায় জয় বাংলা স্লোগান দেয়। এরপর জেলা প্রশাসক উপস্থিত থেকে অনুষ্ঠানের বাকি কার্যক্রম শেষ করে একসাথে নাস্তা করে চলে যান। এর আগে জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান তার কার্যালয়ে দৈনিক ইনকিলাব ও নয়াদিগন্তসহ তিনটি পত্রিকা বন্ধ করে দেন। এতে সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে।