শাহাজাদা এমরান, কুমিল্লা: এদেশের মানুষের উন্নয়নের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনার পরিকল্পনার কারনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন রিজার্ভে হাত না দিয়ে ঋণ পরিশোধ করা হয়েছে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান বলে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
তিনি আরো বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ফ্রি মেডিকেল ক্যাম্পের যে আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল না করে এই টাকা দিয়ে সাধারণ মানুষের জন্য যে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে এজন্য আমি ধন্যবাদ জানাই। বিএনপির নাম বিক্রি করে বিভিন্ন অপকর্ম করছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের ধরে পুলিশে দিবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোন অন্যায়কারীর বিএনপিতে জায়গা নেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ও কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
এসময় কুমিল্লা কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে ৬ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।