কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০-১২ হাজার নেতাকর্মী অংশ নেন। রোববার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এমন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। এটি গেল ৪৬ বছরের মধ্যে সবচেয়ে বড় শোভাযাত্রা বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
আয়োজকরা জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০ টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা কুমারখালী হলবাজার এলাকায় এসে জড়ো হন। এরপর দুপুর ১২ টার দিকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হলবাজা, গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, গোলচত্বর, কাজীপাড়া মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় হলবাজার এসে শেষ হয়। এসময় ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত ছিল শোভাযাত্রাটি। পরে হলবাজার এলকায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামাণিক। উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে।
জানতে চাইলে এ বিষয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম আনছার প্রামাণিক বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরে আমরা হামলা-মামলায় ঘরে ঘুমাতে পারিনি। আজ দেশে ফ্যাসিবাদ নেই। রাজপথে নেতাকর্মীদের ঢল নেমেছে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০-১২ হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছিল। গেল ৪৬ বছরের এতো বড় শোভাযাত্রা কুমারখালীতে হয়নি।
তিনি আরো বলেন, কিছু আওয়ামী লীগের সুবিধাবাদী লোক বিএনপিতে নাম লেখাতে চাচ্ছে। যারা বিগত দিনে কোনো আন্দোলন সংগ্রামে ছিলোনা। তারা দলে ঢুকে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি করছে। এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।
অপরদিকে দীর্ঘ ১৬ বছর পরে রাজপথে বিএনপির নেতাকর্মীদের ঢল দেখে ভিডিও ও চিত্র ধারণ করেছেন উৎসুক জনতা, সাংবাদিক ও দলের নেতাকর্মীরা। একটি ভবনের তিন তলা থেকে ভিডিও ধারণের সময় বিদ্যুতায়িত হয়ে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপুর ১২ টার দিকে কুমারখালী হলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. আসাদ (২৩)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা এলাকার রাজা'র ছেলে। তিনি কুমারখালী রাহাত বেকারীর কর্মচারী। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন রাহাত বেকারীর প্রোপাইটর মো. রাহাত। তিনি বলেন, তিনতলা ভবনের ছাদে উঠে মিছিলের ভিডিও ধারণ করার সময় কর্মচারী আসাদ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মখলেছুর রহমান বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোগীকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক এ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন বলেন, মিছিলে প্রচুর নেতাকর্মীদের ঢল ছিল। ভিডিও ধারণ করতে গিয়ে এক কর্মচারী আহত হয়েছেন। আমরা তার খোঁজ খবর নিয়েছি।