টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দলের প্রতিটি নেতাকর্মীকে অনেক বেশি শৃঙ্খলিত, সহনশীল এবং দলের নিয়ম কানুন মেনে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকান্ড করতে হবে। রাষ্ট্রের যেমন সংস্কার হচ্ছে তেমনি দলের নেতাকর্মীদেরকেও নিজের সংস্কার করতে হবে।
রোববার জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মির্জাপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, সদস্য সচিব উথান খান, উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার মো. হাসান উদ্দিন লিটন, মো. হাসানুজ্জামন শাহীন প্রমুখ।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. হাফিজুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগীর স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে বলে পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান লাঠু জানিয়েছেন।