সাভার প্রতিনিধি: দেশের এক সময়ের জনপ্রিয় বেসরকারি বিনোদন কেন্দ্র গুলোর মধ্যে নন্দন পার্ক ছিল অন্যতম। তবে বর্তমানে বিভিন্ন জটিলতার কারণে দেশের স্বনামধন্য এই বিনোদন কেন্দ্রটি ধ্বংসের মুখে। ২০০৩ সালে ২৮ একর জমির উপর নির্মিত হয় দেশের অন্যতম এই বিনোদন কেন্দ্রটি। শুরুর দিকে দর্শনার্থীদের সমাগম থাকলেও বর্তমানের চিত্র বড়ই করুন।
সম্প্রতি অনিয়ম-দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয় পার্কটির চেয়ারম্যান বিলাল হক। তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিনোদন কেন্দ্রের শেয়ার দখলের অভিযোগও করেন পার্কটির অংশীদাররা। এছাড়াও কর্মচারীদের বেতন বোনাস না দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পার্কটির অংশীদার সিরাজুল হক বলেন, গত সাত বছর নন্দন পার্কের চেয়ারম্যান বিলাল হক বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে পার্টনারশীপের অংশীদার থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছিলেন। এছাড়াও তিনি আরো বলেন, ডিবি হারুন নন্দন পার্কে ২০% শেয়ার হোল্ড করতেন। তার এমন কর্মকান্ডে কর্মচারীরাও অসন্তোষ। বিলাল হকের নানা দুর্নীতি-অনিয়ম তুলে ধরে বর্তমান সরকারের সহযোগিতা চাইছেন তারা।
রাইড অপারেটর আবু সাঈদ বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে কাজ করি তবুও বেতন বোনাস ঠিকমত পাইনি। একবার অসুস্থ হওয়ায় বিলাল হকের কাছে কিছু আর্থিক সহায়তা চাইতে গিয়ে চাকরি হারাতে বসেছিল। অশ্রুসিক্ত হয়ে তিনি আরো বলেন, বিলাল সাহেবের কাছে কোন দাবি চাইতে গেলে সোঝা বলে দিতেন চাকরি করা লাগবে না পার্কের গেট খোলা আছে চলে যেতে পার। বয়সের ভারে অন্য জায়গায় কাজের সুযোগ না পাওয়ায় নানাভাবে অত্যাচারিত হওয়া সত্ত্বেও এখানেই কাজ করে যাচ্ছি। তবে এখনকার ম্যানেজমেন্ট-মালিকপক্ষের ব্যবহারে আমরা সকল কর্মচারী সন্তুষ্ট।
বর্তমানে মালিকপক্ষের তত্ত্বাবধানে চলছে পার্কটির কার্যক্রম। বিলাল হকের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। নন্দন পার্কের এই দুর্দশা কাটিয়ে আবারো নতুন রূপে সাঁজবে এমনটি প্রত্যাশা পার্ক কর্তৃপক্ষের।