কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় স্বামী নুরুল আবছার নুরুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) রাতে নিহত নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরের স্ত্রীর বড়ভাই সিরাজুদ্দৌলাহ বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে এ মামলা করেন।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন রবিবার বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের কাজীর পাড়ায় আল-কুরানুল কারিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্থানীয় হায়দার পাড়া মসজিদের ইমাম সিরাজুদ্দৌলাহর ছোট বোন রুনা আক্তার ও ভাগ্নি ওয়াসিমা নুরে জারিয়া আক্তারকে গত শুক্রবার নিজ বাসভবনে জুমার নামাজের সময় হত্যা করা হয়।
ঘটনার পরে বাদী সিরাজুদ্দৌলাহর স্ত্রীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান রান্নাঘরে পিছনে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ভাগ্নি ওয়াসিমা নুরে জারিয়া আক্তার এবং তার পাশেই মাথার পিছনে গলা ও ঘাড়ের এক-তৃতীয়াংশ জখম হয়ে রক্তাক্ত অবস্থায় ছোট বোন রুনা আক্তারের মরদেহ পড়ে রয়েছে।
রুনা আক্তারের স্বামী নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগর অন্য এক মহিলার সঙ্গে অবৈধ পরকীয়ার সম্পর্ক থাকায় তাদের দাম্পত্য জীবনে প্রায় সময় ঝগড়াঝাটি হতো বলে এজাহারে উল্লেখ করেন।
এদিকে, মা-মেয়ের মরদেহ ময়না তদন্ত শেষে জানাজা নামাজ ও দাফন সম্পন্ন করে নিহত রুনা আক্তারের বড় ভাই সিরাজুদ্দৌলাহ বাদী হয়ে এ মামলা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের আব্দুল হাদি সিকদার পাড়ায় জুমার নামাজের সময় নিজ বাসভবন ‘মুনতাছির ম্যানশনে’ মা-মেয়েকে হত্যা করা হয়। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহত রুনা আক্তার ওই এলাকার ব্যবসায়ী নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরের স্ত্রী।