কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: 'হাটহাজারী টার্ফজোন' এর শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সংগঠক ও দানবীর, হাটহাজারী পৌর এলাকার বিশিষ্ট নাগরিক মোহাম্মদ রাশেদ। হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়া বোর্ড স্কুল এলাকায়, চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের অদূরেই পূর্বপাশে অবস্থিত প্রবাসী মোহাম্মদ মাসুদ তার নিজস্ব জমিতে এই টার্ফ নির্মাণ করেন ক্রীড়ামোদীদের সুবিধার্থে।
যুবকদের মোবাইল আসক্তি কমিয়ে খেলাধুলায় মনোযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ব ক্রীড়াবিদ মোঃ রাশেদ। এতদঞ্চলে নির্মিত সবচেয়ে বড় টার্ফ এটি দাবী করে হাটহাজারী টার্ফ জোনের প্রতিষ্ঠাতা প্রবাসী মোহাম্মদ মাসুদ বলেন, যুব ক্রীড়ামোদীদের জন্যই আমার এই উদ্যোগ।
উদ্বোধন উপলক্ষে মাসজুড়ে টার্ফ বরাদ্দে ছাড় থাকবে বলে জানান তিনি। জানা যায়, রাতের বেলা (ঘন্টা) ১৬০০, দিনে (ঘন্টা) ১০০০ মূল্য নির্ধারণ করেছেন কর্তৃপক্ষ।