হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় ছাত্রদল কর্মী নুরে আলম স্বাধীনের ওপর হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার কর্মী ইফতি মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ইফতি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবেরচক গ্রামের কাউছার মিয়ার ছেলে।
রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই হীরক চক্রবর্তীসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ইফতি মিয়াক গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ অক্টোবর) শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন আহত স্বাধীনের বাবা হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়া। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ ছাড়াও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
আহত নুরে আলম স্বাধীন জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করেন। এজন্য সোমবার (২১ অক্টোবর) বিকেলে তাকে একা পেয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার তালুগড়াই গ্রামের আনোয়ার হোসেন, তার ছেলে পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এ্যানিসহ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলায় সে (স্বাধীন) আহত হয়।