কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় তিন জেলেকে কারাদন্ড এবং সাড়ে পাঁচ হাজার মিটার জাল ও দুটি ট্রলার আটক করেছে। এ সময় ২৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
আটককৃত হামেদ হাওলাদার ও শামিমকে পাঁচ হাজার টাকা করে জরিমানা। সোহেল খানকে এক বছরের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা বরগুনা জেলার বেতাগী উপজেলার বাসিন্দা।