মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পটুয়াখালীর মির্জাগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে চারটায় বিক্ষোভ মিছিলটি উপজেলা কোর্ট চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন সামনের সড়কে সমাবেশ করেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহা. সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম আল কায়ছারী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মির্জাগঞ্জ উপজেলার সেক্রেটারি মাওলানা মোঃ শাহজাহানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশ বক্তরা বলেন, যারা দিনের বেলা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে তার বিচার বাংলার জমিনে হয়েছে। তার সাক্ষী আপনারা। তাই জুলুম করে কেউ কোনদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারে নি আর পারবেও না। ১৭ বছর কোথাও জামায়াতের নেতাকর্মীরা একসাথে কথা বলতে পারি নাই। আজ সময় এসেছে কথা বলার। যার ফলে বিক্ষোভ মিছিল পরিণত হয়েছে জনসমুদ্রে।