মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা জামায়াতের উদ্যোগে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে নারকীয় গণহত্যার খুনিদের বিচারের দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, যুব বিভাগের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এসে,এম রাশেদুল আলম সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি এ্যাড আসলাম হোসেন, শহর আমির আনোয়ার হোসেন, সদর আমির ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, কালাই উপজেলা আমির আব্দুর রউফ, ক্ষেতলাল উপজেলা আমির আমিনুল ইসলাম, আক্কেলপুর উপজেলা আমির শফিউল হাসান দিপু, শহর সেক্রেটারী আব্দুর রহিম, সদর সেক্রেটারী জয়নাল আবেদীন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেন, সেক্রেটারি তারেক হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ গুন্ডা বাহিনীর দল, এরা কোন রাজনৈতিক দল নয়। হাসিনা যুদ্ধের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেশে আসতে চায়। বাংলার জনগণ তা কখনও মেনে নিবে না তার প্রমাণ দেখিয়েছে শহীদ আবু সাইদ। দেশের স্বাধীনতা সারভৌমত্ব্য রক্ষায় এ দেশের জনগণ ভারতের অপশক্তিকে কখনও মেনে নিবে না। তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা করা হয়েছিল। কিন্তু সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করছে।
সভাপতির বক্ত্যবে জেলা আমীর বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, এ পটপরিবর্তনের ফলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অবিলম্বে ২৮ অক্টোবরের গণহত্যাকারীদের মূলহোতা খুনী হাসিনা সহ সকল হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে।
বাংলাদেশের জনগণের দাবি অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে আইনের আওতায় এনে দ্রুত বিচারের জোর দাবী জানান সমাবেশে বক্তারা। অনুষ্ঠানে সমাবেশে প্রত্যেক শহীদ কে জামায়াতের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা দেওয়ার অংশ হিসাবে জয়পুরহাটের শহীদ বিশালের বাবার হাতে আরোও এক লক্ষ টাকা নগদে তুলে দেন।