খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌর ভবন মাঠে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে আওয়ামীলীগের হামলায় নির্মম হত্যাকান্ডের বিচারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলাম নলছিটি উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামী ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ নেয়ামুল করিম।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি শাখার কর্মপরিষদ সদস্য মোঃ আবুবকর সিদ্দিক। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নেয়ামুল করিম বলেন, বিগত সরকার যে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষ হত্যা করেছে তার জবাব নিজ হাতে সন্ত্রাসীক ভাবে নেয়া যাবে না, তাদের বিচার হবে আইনি প্রক্রিয়ায়। আপনারা মানুষের কল্যাণে কাজ করবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা শাখার আমির মাও: জাকির হোসেন খান। প্রায় ১৭ বছর পর নলছিটিতে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এতে হাজারো নেতা কর্মীরা উপস্থিত হয়।