মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের ৩০জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের প্রদমদী গ্রামে।
জানা গেছে, আওয়ামী লীগের সমর্থকদের সামাজিক দলে নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ ব্যাপারে ত্রিবেণী ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আহত আনিসুর রহমান সোনা জানান, তার প্রতিপক্ষ ৪নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সন্তোষ মণ্ডল আওয়ামী লীগের রেন্টু নামের এক ব্যক্তির সাথে সামাজিকভাবে দল করে আসছিল। সোমবার দিবাগত রাতে সন্তোষ মন্ডল আনিসুর রহমান সোনাকে তাদের সাথে সামাজিকভাবে দল করার জন্য চাপ প্রয়োগ করে। সেই সাথে আওয়ামী নেতাকর্মীদের দলে নিয়ে গ্রামে অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করে সেটাকে বাধা দিলে আজ সকালে সন্তোষ মণ্ডল তার সমর্থকদের নিয়ে অতর্কিতভাবে আনিসুর রহমানের সমর্থকদের উপর হামলা করে। হামলায় উভয়পক্ষে ৩০ জন গুরুতর আহত হয়ে শৈলকুপা, ঝিনাইদহ ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ত্রিবেণী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক লাবলু মন্ডল জানান, ওয়ার্ড বিএনপি'র সভাপতি সন্তোষ মন্ডল আওয়ামী লীগের ক্যাডার রেন্টুকে সামাজিক দলে নিয়ে গ্রামে অশান্তি করার পায়তারা চালিয়ে আসছে, সেই ঘটনাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে সন্তোষ মন্ডলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এস আই কিশোর কুমার দত্ত জানান, গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই মামলা নেওয়া হবে।