মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের পূর্ব সুবিদখালী এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ রেজাউল রাড়ি(৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
এসময় যুবক রেজাউল রাড়ির বাসায় তল্লাশি চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল রাড়িপূর্ব সুবিদখালী গ্রামের আলতাফ রাড়ির পূত্র।
জানা যায়, উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার রেজাউল রাড়ি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ সংবাদ পেয়ে মঙ্গলবার ভোররাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রেজাউল রাড়ির বাসায় তল্লাশি করেন এবং ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় একশত গ্রাম গাঁজা উদ্ধার ও তাকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, ইয়াবা ও গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।