সাকিব হাসান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার নিজ এলাকা পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, অনেকে বিভ্রান্তি ছড়িয়েছে ভিপি ঢাকা থেকে নির্বাচন করবে, সে সারা বাংলাদেশ থেকেই নির্বাচন করতে পারে। কিন্তু মা-মাটিকে তো ভুলে যাওয়া যায় না। এই চরের কাদা মাটি, এই নদীর পানি গায়ে মেখে বড় হয়েছি এতো তাড়াতাড়ি ভুলে যাই কি করে। আপনারা যদি সমর্থন করেন তাহলে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) থেকেই নির্বাচন করবো। এক বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকারকে রাষ্ট্র ঠিক করতে বেগ পেতে হচ্ছে। হয়তো আগামী ২-১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর গলাচিপায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংবর্ধনার আয়োজন করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
এসময় তিনি আরও বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে, পুরনো দল পুরনো নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার। গণঅধিকার পরিষদের যে গণজোয়ার উঠেছে, আমরা এই রাষ্ট্র ব্যাবস্থার সংস্কার চাই। একক কোন দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। কোন অপরাজনীতি নতুন বাংলাদেশে চলবে না।
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উচ্চতর পরিষদ কেন্দ্রীয় কমিটি মো: শহিদুল ইসলাম, সহসভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আনিসুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ইউসূফ গাজী, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আ: রহিম, সাদ্দাম হোসেন। আরো উপস্থিত ছিলেন নুরুল হক নূর এর বাবা মো: ইদ্রিস হাওলাদার, মো: হাতেম মাস্টার, মো: রেজাউল হাওলাদার, ডা: অনুতোষ সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।