ঢাকা
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:২৬
logo
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৪

গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর জামায়াতের গণসমাবেশ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকাল ৪টায় পৌরমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য এবং পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মু. শাহ আলম।

মু. শাহ আলম বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর রাজপথে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার হামলায় জামায়াত নেতাদেরকে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। ওরা বাংলার জমিন থেকে ইসলামের আন্দোলন চিরদিনের জন্য বন্ধ করতে চেয়েছিল। কিন্তু ওরা পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এই জমিনে আর কোন দৈত্য দানবের যেন সৃষ্টি না হয়। গত তিনবারে আপনারা মন খুলে ভোট দিতে পারেননি। এখন সবাই মন খুলে ভোট দিবেন। কোন চাঁদাবাজদের এই বাংলায় ঠাঁই হবেনা। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের রূখতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা আমীর মাওলানা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। বক্তব্য রাখেন মাহাদী হাসান মাহিদ, ফজলুর রহমান, অ্যাডভোকেট তাওহিদুর রহমান, মাওলানা ইয়াহিয়া খান প্রমুখ।

এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি সানাউল্লাহ শামিম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram