আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক গ্রামে ২০২২ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনুর রশিদ খান মুন্নুর কন্যা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে হামলা, ভাংচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনার মামলায় ৪ জনকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্য রাতে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানা ওসি মোহাম্মদ মুমিন খান।আটককৃতরা হলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারেজ গায়েন, আওয়ামীলীগের কর্মী মতিউর রহমান ও নিত্য সরকার।
ওসি মুমিন জানান, ২০২২ সালের ৩০ মে হামলা ভাংচুরের ঘটনায় ৮৬ জনের নামে মামলা রুজু হয়েছে। এছাড়া অজ্ঞাত ৫০-৬০ জনের নামও রয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি করেছেন উপজেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল। ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহ-সভাপতি ও হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভিপি দুলাল বলেন, ২০২২ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক গ্রামে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনুর রশিদ খান মুন্নুর কন্যা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৮৬ জনের নামীয় ও ৬০ জনের মতো অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলায় সাবেক এমপি মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ ৮৬ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় চারজন আটক হয়েছে এমনটি শুনেছেন বলেও জানান তিনি।