মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: সমবায়ের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ও বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আজ শনিবার ( দুই নভেম্বর) কক্সবাজারের ঈদগাঁওতে পালিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস। দিবসের প্রতিপাদ্য ছিল "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" ।
এ উপলক্ষে সকালে রেলি, আলোচনা সভা, সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রেলিটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। উপজেলা প্রশাসন, ঈদগাঁও এবং উপজেলা সমবায় কার্যালয় যৌথভাবে এর আয়োজন করে। বিশেষ অতিথির বক্তব্য দেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান, ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জালালাবাদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার তৃণা সাহা, ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম। অন্যান্যের মধ্যে ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম শাহীন, নিশান মহিলা উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এমইউপি লুৎফুন্নেসা লুৎফা, পশ্চিম গোমাতলী বহুমুখী সমবায় সমিতির সভাপতি এম, রহমত আলী রনি ও ইউনিটি যুব সমবায় সমিতি ঈদগাঁওর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ নতুন নিবন্ধিত সমবায় সমিতির কর্মকর্তারা বক্তব্য রাখেন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা মোঃ এরশাদ উল্লাহ। গীতা পাঠ করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রাজীব কান্তি দাশ। সমবায় বিষয়ক কবিতা আবৃত্তি করে সহাইফা জান্নাত। শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বক্তারা উল্লেখ করেন, সমবায় শক্তি, সমবায় মুক্তি- এ স্লোগানে উজ্জীবিত সঙ্ঘবদ্ধ সমবায়ী সদস্যরাই নিজেদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারেন।
রেলিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও নিবন্ধিত বিভিন্ন সমবায় সমিতির সদস্য/ সদস্যরা অংশ নেন।