সাভার প্রতিনিধি: আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শ্রমিক কলোনীর অন্তত ৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (২ নভেম্বর) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ী গোচারটেক এলাকার জাকির হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে আধাঁপাকা ঘরের একটি রুম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে তা পাশে থাকা টিন সেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতক্ষণে আধাঁপাকা ঘরের ২টি ও টিনসেড ঘরের ৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে। একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করলে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে ৪০ মিনিটের মত সময় লাগে। পরে অন্য ইউনিটটি আর ঘটনাস্থলে যায়নি।
তিনি আরও বলেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না, তবে আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।