কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ৬ দফা দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিটিউট এর শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারিগরি টেক্সটাইল বিপ্লবী ছাত্রফ্রন্টের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণ থেকে উপজেলা সদর পর্যন্ত এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইন্সটিটিউটের সকল ব্যাচের সকল শিক্ষার্থীরা অংশ নেয়।
এরপর শিক্ষার্থীদের পক্ষে আতিকুল ইসলাম কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সামনে লিখিত বক্তব্যে ৬ দফা দাবি তুলে ধরেন। তারা দাবী করেন বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন সকল প্রতিষ্ঠানের জন্য সমন্বিত নিয়োগবিধি কার্যকর করতে হবে। উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে হবে। টেক্সটাইল বিষয়ে কারিগরি শিক্ষা অর্জনকারী যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সাথে ইনস্টিটিউটসমূহের শিক্ষাব্যবস্থায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সমন্বয় করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী ডিপ্লোমা কোর্স এর ব্যবহারিক ক্লাসের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে এবং অতি দ্রুতই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের বাইরের উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবী করেন তারা।