মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে পৃথক মাদক বিরোধী অভিযানে প্রায় ৮৫ লক্ষ টাকার মাদক উদ্ধার সহ দুইজনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর খ সার্কেল। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের সুলুঙ্গা ও পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।
গ্রেফতার সাইদুর রহমান বুলেট উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের সুলুঙ্গা গ্রামের সুলতান আহমেদের ছেলে এবং অপরজন শ্রী মাধব চন্দ্র সরকার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের রজনীকান্ত সরকারের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার রাতে মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের সুলুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৮৪ লক্ষ টাকার মাদক উদ্ধার সহ সাইদুর রহমান বুলেট নামে একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে হেরোইন ৬৫০ গ্রাম, আইস ২৮ গ্রাম, ইয়াবা ৫ হাজর ৭০০ পিস, টিটি জেসিক ১৮০ এ্যাম্পল। এছাড়াও ১ কেজি গাঁজা সহ পায়রাবন্দ জাফরপুর এলাকা থেকে শ্রী মাধব চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজর আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন, এটি ধারাবাহিক অভিযানের অংশ, যা চলমান থাকবে। সঠিক তথ্য পেলে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।