মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা ও শ্রীমন্ত নদীতে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন ২২দিনে পৃথক অভিযান চালিয়ে ৫৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল আটক করা হয়েছে। এ ছাড়া ৩৩৬ কেজি ইলিশ ও একটি ডিপ ফ্রিজ জব্দ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে এসব তথ্য জানান মির্জাগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান(ভারপ্রাপ্ত)।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা, ৩৪টি অভিযান করে ২ লক্ষ ৬৮ হাজার মিটার অবৈধ জাল ও ৩৫৪ কেজি মাছ আটক করা হয়। যার মূল্য ৫৩ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযান পরিচালনাকালে এ সময়ে তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তন্ময় হালদার ও উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিষ্ট্যান্ড মোঃ মিলন বিশ্বাসসহ পুলিশের লোকজন। এ ছাড়া জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে।