বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সরকারি অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিক এই প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বাগেরহাটের সিভিল সার্জনকে ৩ নভেম্বর থেকে আবশ্যিকভাবে অবমুক্ত হবেন ও ৪ নভেম্বর থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু ক্যান্সার (এইচপিভি) প্রতিরোধ টিকা প্রদানের অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের উপস্থিতিতে সভাপতির বক্তব্যের জয় বাংলা স্লোগান দিয়ে অনুষ্ঠান শেষ করেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আন্দোলনকারীদের দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে মাঠে নামেন জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দলের নেতাকর্মীরা। বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদকে অপসারণ দাবির আন্দোলনের মধ্যে রবিবার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) প্রজ্ঞাপন জারি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সিভিল সার্জন জয় বাংলা স্লোগান দেয়ার পরও ওই অনুষ্ঠানে থেকে টীকা কার্যক্রমের উদ্বোধন করেন। পরবর্তীতে জেলা প্রশাসক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদসহ অন্য অতিথিদের সাথে নাস্তা করে তারপর চলে যান। এরপর থেকে জেলা প্রশাসকের অপসারণের দাবীতে বিএনপির পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।