ঢাকা
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোর ৫:৫৭
logo
প্রকাশিত : নভেম্বর ৪, ২০২৪

জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিন্টু, রাশেদুজ্জামান, সোহেল আহমেদ লিও প্রমুখ।

সভায় একরাস্তার শহর যানজট মুক্ত করতে কাজ করা এবং পৌর শহরে আয়তন অনুযায়ী অটো-ইজিবাইক, রিক্সা, ভ্যান নির্ধারণ করার বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ দাবী জানান।

জেলা প্রশাসক বলেন, আমি এ জেলার একজন নাগরিক হিসেবে জেলার উন্নয়নে কাজ করতে চাই। ব্যক্তি স্বার্থে নয় জনস্বার্থে জেলার উন্নয়নে কাজ করব। অনিয়ম দুর্নীতি, চাঁদাবাজের কোন সুযোগ দেয়া হবেনা। জয়পুরহাট কে রাজশাহী বিভাগের রোল মডেল শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়তে চাই আর এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা দরকার।

এর পূর্বে তিনি জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, জেলার বিশিষ্ট সুধীজন, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্র প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন।

আফরোজা আক্তার চৌধুরীর জন্ম মুন্সিগঞ্জ জেলায়। তিনি বগুড়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি পাস করেন। ইউনির্ভাসিটি অফ উইমেন্স ফেডারেশন কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে বিবিএতে ভর্তি হন। সেখানে ২০০০ সালে বিবিএ ও ২০০১ সালে এমবিএ পাস করেন।

এরপর ২৪তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০০৫ সালের জুলাই মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন তিনি। আফরোজা আক্তার ২০১২ সালের জুন মাস থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি উপপরিচালক হিসেবে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। ২০২২ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি তিনি সর্বশেষ পরিকল্পনা বিভাগের উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন। তার সততার জন্য কর্ম জীবনে প্রশাসনের এই কর্মকর্তাকে বেশ কয়েকবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিভিন্ন দপ্তরে ন্যস্ত করা হয়েছিল। আফরোজা আক্তার চৌধুরী জয়পুরহাটের ৩১তম ডিসি হিসেবে যোগদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram