আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর গ্রামের আব্দুল মতিনের দুই বিঘা জমির পেয়ারা বাগানের পেয়ারা গাছ রাতের আধারে কে বা কারা কেটে সাবাড় করে দিয়েছে। এ ঘটনায় মতিন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর রাতে ধলেশ্বর গ্রামে। এতে তার ১০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আটঘরিয়া পৌর সভার ৬ ওয়ার্ডের ধলেশ্বর গ্রামের ডা. মঞ্জরুল কাদের এর নিকট থেকে ৩ বছর মেয়াদে কট নিয়ে ১ হাজার পেয়ারা গাছ রোপণ করেন একই গ্রামের লতিফের ছেলে আব্দুল মতিন। গত ২ নভেম্বর সারা দিন শ্রমিক নিয়ে পেয়ারা বাগান পরিচর্যা করে বাড়িতে চলে যায় মতিন। পরের দিন সকালে পেয়ারা বাগানে এসে দেখে কে বা কারা রাতের আধারে ৮শ ফলনকৃত পেয়ারা গাছ কেঁটে মাটিতে ফেলেছে।
পেয়ারা বাগানের মালিক আব্দুল মতিন বলেন, আমার এলাকার মঞ্জরুল ভাইয়ের কাছ থেকে ২ বিঘা জমি কট নিয়ে পেয়ারা বাগান করার জন্য কট নেয়। বাগানের প্রতিটি পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে। কয়েক লাখ টাকার পেয়ারা ইতিমধ্যে বিক্রয় করেছি। আরও দশ থেকে পনের লাখ টাকা পেয়ারা বিক্রয় করবো বলে আশা করছি। গত ৩ নভেম্বর কে বা কারা আমার উপর শক্রতা করে আমার বাগানের ৭০০/৮০০ পেয়ারা গাছ রাতের আধারে কেটে দিয়েছে। এতে আমার দশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিন আমাদের এলাকার নিঃসন্দেহে একজন ভালো ছেলে। পেয়ারা গাছ গুলো যেই কাটুক না কেন এতো বড় ক্ষতি তার করা উচিত হয়নি। এদের শাস্তি হওয়া দরকার বলে মনে করছেন তারা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।