চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম গোয়েন্দা(ডিবি) পুলিশ। গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার থানাহাট বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকির হোসেন উপজেলার থানাহাট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা আওয়ামীলীগে সভাপতি ও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তবে জাকির হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।
ডিবি’র ওসি কামাল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।