কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারী উপজেলার বিভিন্ন হাট-বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসাবে সোমবার (৪ নভেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষে সরকারহাট বাজারে মনিটরিং করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
এসময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।
হাটহাজারী মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা এতে সহযোগিতা করেছেন।