মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি বন্ধ করার জন্য পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে ৫৫৪.০০ (পাঁচশত চুয়ান্ন) কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি। সেই সাথে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেন।
পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা পঞ্চগড় বাজারে অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠান থেকে পলিথিন জব্দ করেছি এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে ১২ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়াও তিনি আরও বলেন, পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।