গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মো: মাহতাব হোসেন (৩৫) কে আমখোলা বাজার থেকে আর রাসাদুল ইসলামকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া গ্রাম থেকে আটক করা হয় সোমবার দিবাগত রাতে।
মাহাতাব পার্শ্ববতী উপজেলা আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের মো: দেলোয়ার হোসেনের পুত্র আর রাসাদুল ইসলাম গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া গ্রামের মোঃ হাবিব মৃধার পুত্র।
জানা গেছে, উপজেলার আমখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য আমখোলা গ্রামে স্বামী সানু ডাক্তার অনুপস্থিতে তার স্ত্রী মাহিনুর বেগম ও তার পুত্র আজিজুল ইসলাম একটি আলাদা একক বাড়ীতে বাস করেন। অজ্ঞান পার্টির একটি চক্র সুকৌশলে ওই বাড়ীতে ভাতের ভেতর চেতনা নাশক ট্যাবলেট প্রয়োগ করে। সেই ভাত খেয়ে মা মাহিনুর বেগম ও পুত্র আজিজুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলে। প্রতিবেশিরা সোমবার সকাল ১১টা তাদের ঘুম থেকে জাগতে না দেখে খোঁজ নেয় এবং মা ও ছেলে বিচানায় অচেতন অবস্থায় এবং পিছনের দরজা খোলা দেখতে পায়। স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি থানা পুলিশ জেনে আমখোলা বাজারে চেকপোষ্ট বসিয়ে প্রথমে মো: মাহতাব হোসেন (৩৫)কে মালামালসহ পরে রাসাদুল ইসলামকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া গ্রাম থেকে আটক করা হয়।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: আশাদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ এবং রিমান্ড চাওয়া হবে।