ঢাকা
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:২৬
logo
প্রকাশিত : নভেম্বর ৬, ২০২৪

দিনাজপুরে নদীর পানিতে ডুবে ইন্দোনেশিয়ান নাগরিকের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে তাবলীগ জামায়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফায়জার রহমান (৪৮) নামে ইন্দোনেশিয়ান এক নাগরিকের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার কুলানন্দপুর গ্রামের পাশে করতোয়া নদীর পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। পার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় সকাল সাড়ে ১১ টায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সোমবার তাবলীগ জামায়াতের ৬ জন ইন্দোনেশিয়ান নাগরিক সহ ৮ জন কুলানন্দপুর উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছিলেন। বুধবার সকালে কয়েকজন মিলে নদীতে গোসল করতে গেলে নদীতে বালু উত্তোলনের কারণে সৃষ্ট গভীর গর্তে পড়ে ফায়জার রহমান নামে ইন্দোনেশিয়ান এক নাগরিক ডুবে যায়। এ সময় তার সাথে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে স্থানীয় লোকজনের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আসা ডুবুরিদলের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কথা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ইন্দোনেশিয়ান যে নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের প্রতিনিধি ও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram