কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখলীর কুয়াকাটা সৈকত সংলগ্ন সড়কের দুই পাশের চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দ্বিতীয় দিন বুধবার দুপুরের দিকে সৈকতের টুরিজম পার্ক সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয়দের বাঁধার মুখে পড়ে উচ্ছেদ কার্যক্রম ব্যাহত হয়। এ সময় অবৈধ দখলদারদের হামলায় বুলডোজার চালক মো.এনামুল হক (২৮) আহত হয়। তাঁকে উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয়রা উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য মিছিল করে। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয়দের কয়েকজন জানান, এ সময় অবৈধ দখলদাররা প্রশাসনের ওপর চড়াও হন, উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজারের গ্লাস ভেঙে ফেলে এবং ড্রাইভার এনামুলকে মারধর করে আহত করা হয়। পরে পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে কলাপাড়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। এর আগে আইনি নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলেও দখলদাররা অনেকে সরিয়ে নেয়নি।
কলপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পোরসভার প্রশাসক কৌশিক আহমেদ বলেন, সৈকতের সৌন্দর্য ও শৃঙ্খলা ফেরাতে গতকাল মঙ্গলবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। দু'দিনে চার শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এ মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় দিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়েছে। এর মধ্যে দখলদাররা তাঁদের স্থাপনা সরিয়ে না নিলে ১ ডিসেম্বর থেকে আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্ছেদ করা অবকাঠামোর মধ্যে রয়েছে, খাবার হোটেল, আবাসিক হোটেল, চা-পানের দোকানসহ বিভিন্ন ধরণের স্থাপনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, 'কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন দ্বিতীয় দিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলাকালে পরিকল্পিতভাবে স্থানীয়রা সরকারি কাজে বাঁধা দেয়। লাঠি দিয়ে বুলডোজার পিটিয়ে গ্লাস ভেঙে ফেলে ড্রাইভারকে মারধরের চেষ্টা করে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।' তিনি আরও বলেন, সরকারি কাজে যাঁরা বাঁধার সৃষ্টি করেছে, তাঁদের বিরুদ্ধে এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।