মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে আইন অমান্য করে বিক্রয়, মজুদ করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা ও ৯৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকালে মঠবাড়িয়া পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৯৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানের মালিক মহসিন, মুছা ও মিরাজ কে দোষী সাব্যস্ত করে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫' অনুযায়ী তিনটি মামলায় ১৮,০০০/(আঠারো হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন পিরোজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে জানান, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে।