বাউফল (পটুয়াখালী প্রতিনিধি: চাঁদাবাজ-দখলদারদের দল বয়কট এবং ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, বৈষম্য, চাঁদাবাজী, দখলদারী দূর করতে এবং সাম্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের জীবনের নিরাপত্তা ও ভাগ্যের পরিবর্তন করার জন্য জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি। কিন্তু ৫ আগস্টের পরও সেই চাঁদাবাজি-দখলদারী, হত্যা-খুন, মিথ্যা মামলা-হামলা রয়েই গেছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। এ জন্য তো সংগ্রাম করিনি, দেশ স্বাধীন করিনি। যে দল চাঁদাবাজি-দখলদারী, হত্যা-খুনের সাথে জড়িত তাদের বয়কট করুন। আগামী নির্বাচনে তাদের ভোট দিবেন না।
আজ বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে বাউফল পাবলিক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন তিনি।
ফয়জুল করীম বলেন, বিগত দিনে সোনার বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ দেখেছি। শেখ সাহেব, জিয়াউর রহমান, সত্তার, এরশাদ, খালেদা ও ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন দেখেছি। তবে মানুষের কোনো উন্নয়ন দেখিনি। দেশে ন্যায় বিচার প্রতিষ্টা হয়নি। শুধু হয়েছে লুটপাট, চাঁদাবাজি, টাকা পাচার, হত্যা, খুন, গুম।
মানুষের ভাগ্যের উন্নয়নে ইসলামী আন্দোলনের বিকল্প নেই দাবি করে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপি জামায়াত শিবিরের কোনো লিডার প্রকাশ্য রাস্তায় নামেনি। ইসলামী আন্দোলনের প্রতিটি নেতা-কর্মীরা জীবন বাজি রেখে রাস্তায় সংগ্রাম করেছে। দেশ স্বাধীন করেছি। আগামী দিনে সাম্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামী শাসনের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে এক চোরকে সরিয়ে আরেক চোরকে ক্ষমতায় বসাবেন না।
বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাও. সিরাজুল ইসলাম প্রমূখ।