কক্সবাজার প্রতিনিধি: নাফনদী থেকে বাংলাদেশের ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। একদিন অতিবাহিত হলেও তাদেরকে ছাড়েনি সংগঠনটি। এতে ওই জেলেদের পরিবারের মাঝে চলছে আতংক ও আহাজারি।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী জেলে পরিবারের সাথে কথা বলে এ তথ্য জানা যায়।
আটক জেলেরা হলেন- টেকনাফ ও শাহপরীর দ্বীপের মো: হাসিম (৩০), মো: হোছেন (২০), মহিউদ্দিন (২২), এনায়েত উল্লাহ (৩২), নুর হাফেজ (২২), মো: ইয়াছিন (৩০), আবদু রহিম (২৪), হাসান আলি (৩৩), ওসমান গনি (৩০), শাহ আলম (২২), আসমত উল্লাহ (২০), আব্দুল শুক্কুর (২৬), আবুল হোছেন (১৭), আয়ুব খান (৩০), নুর হোছন (২২), মো: বেলাল হোসন (১৮), মো: সেলিম (২৭), আবদুল কাদের (২২), ইন্নামিন (৩৫) ও আব্দুল শুক্কুর (৩৫)।
বন্দি হওয়া জেলে বেলাল হোসনের মা খতিজা বেগম বলেন, আমরা খুব দরিদ্র পরিবার। একদিন মাছ ধরতে না গেলে সংসার চলে না। তাই অন্য জেলেদের সাথে আমার ছেলে সাগরে মাছ ধরতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফনদী থেকে আরাকান আর্মি ছেলেসহ অন্যান্য জেলেদের আটক করে নিয়ে যায়। তাদেরকে এখনও তাদের ছেড়ে দেয়নি।
শাহপরীর দ্বীপের বাসিন্দা নৌকার মালিক নুরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে ২০ বাংলাদেশী জেলেসহ ১৫টি নৌকা ও দু’টি ইঞ্জিনচালিত বোট নাফনদীর নাইক্ষ্যংদিয়া নামক স্থানে মায়ানমারের সীমান্তের অংশ থেকে আরাকান আর্মিরা ধরে নিয়ে যায়। তাদের এখনও ছেড়ে দেয়া হয়নি। তবে এ বিষয়ে লিখিতভাবে বিজিবির কাছে জানিয়েছি। বিজিবি তাদের ফেরত আনার চেষ্টা করছে বলে জানায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আদনান চৌধুরী বলেন, আরাকান আর্মির হাতে বন্দি হওয়া ২০ বাংলাদেশী জেলেকে ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: মহিউদ্দিন আহমেদ বলেন, আরাকান আর্মির হাতে বন্দি ২০ বাংলাদেশী জেলেকে দ্রুত সময়ের মধ্যে ফেরত আনার চেষ্টা চলছে। আশা করি কালকের মধ্যে তাদের ফেরত আনা হবে।