তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় ইয়াব ট্যাবলেটসহ মো: ফজলু শাহ (৩৪) নামের এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মোঃ সাজিনুর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াঘাটা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি)এর সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়াঘাটা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ফরহাদ মিয়ার নেতৃত্বে একটি টহল দল সকাল ৬ টায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৮/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব লাকমা নামক স্থানে মো: ফজলু শাহ এর গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ভারতীয় ২ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন, ১টি গ্রামীন সীম কার্ড, ১টি রবি সীম কার্ড ও ১টি মেমোরী কার্ড জব্দ করে।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি) জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্তে টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।