মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ বন্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি পরিবেশ বান্ধব নেট ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলা সদর বাজারের দোকানগুলোতে সচেতনতামূলক নেট ব্যাগ বিতরণ এবং পলিথিন বিরোধী সচেতনতামূলক প্রচারণা চালায় মুরাদনগর উপজেলা প্রশাসন।
প্রচারণা চালানোর সময় সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে পরিবেশ বান্ধব নেট ব্যাগ দিয়ে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ক্ষতিকর বিষয় সম্পর্কে অবহিত করেন। এ সময় নিষিদ্ধ এ ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয় তুলে ধরে আইনগত বিষয়েও ধারণা দেন।
নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিচালিত পলিথিন বিরোধী সচেতনতামূলক প্রচারণা ও নেট ব্যাগ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি অফিসার পাভেল খাঁন পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা ডেভলাপমেন্ট ফ্যাসিলেটর কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।