মো.এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি মজানোর গর্তে পড়ে আহতদের মধ্যে তৌহিদুল আলম (৪২) নামের আরো এক জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় মারা গেছে। নিহত ব্যক্তি উপজেলার পাইন্দং ইউনিয়নের পশ্চিম হাইদচকিয়া সোনামিয়া সরকার বাড়ির এজাহার সওদাগরের পুত্র।
এর আগে ১ নভেম্বর উপজেলার পাইন্দং ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়ির পাশে গর্তে মজানোর জন্য রাখা সুপারি তুলতে গিয়ে জনৈক সালেহ আহমদ টুনুর ছেলে মো. শফি (৫০) ও মো. শহিদুল্লাহ(৪০) অজ্ঞান হয়ে মারা যান। এ ঘটনায় মৃত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। অন্য আহতরা হলেন- শফিউল আলম, মো. ফারুখ ও একজন মহিলা।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ১জন নারী সহ ৫জন পুরুষকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। একটি গর্তে (৮ফিট) সুপারি রাখা হয়েছিল। সেখানে মিথেন গ্যাসের কারণে এ ঘটনা ঘটে।