আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে আমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আমতলী থানা পুলিশ।
আমতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনির প্যাদার রান্না ঘর থেকে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। বুধবার রাত পৌনে ১ টার দিকে আমতলী থানা পুলিশের এসআই আঃ জলিল, এসআই আজিজুর রহমান, এএসআই জসিম সিকদার ও এএসআই মাহবুব আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ চাউলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচার সময় তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের ছত্তার প্যাদার ছেলে মনির প্যাদা(৩৫) ও সদর ইউনিয়নের ভায়লা বুনিয়া গ্রামের মৃত কাদের মল্লিক এর ছেলে মোঃ জাকির হোসেন(৩৭)।
পুলিশ জানান, আসামীরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হই। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, ২ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু ও তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।