ঢাকা
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৭
logo
প্রকাশিত : নভেম্বর ৮, ২০২৪

যশোরে আইনশৃংখলা পরিস্থিতিতে উদ্বেগ জামায়াতের নেতা, সজল হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শহিদ জয়, যশোর: যশোরে অব্যাহত খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের কারণে উদ্বেগ জানিয়েছেন যশোর জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে দলীয় কর্মী আমিনুল ইসলাম সজল হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ উদ্বেগ প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, শহরতলীর মন্ডলগাতী, খোলাডাঙ্গা ও গাজীরবাজার এলাকা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিচরণ ক্ষেত্র। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড গাজীর বাজার ইউনিটের সভাপতি ও খোলাডাঙ্গা গাজীর বাজার কমিটির সভাপতি আমিনুল ইসলাম সজল এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখছিলেন। এজন্য সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে সজলকে হত্যা করেছে। হত্যাকান্ডে এলাকার চিহ্নিত সন্ত্রাসী খোড়া কামরুল, টিটো, স্বরণ, লাবিব, মুন্না, মুরসালিনসহ আরও কয়েকজন সরাসরি জড়িত বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

এরমধ্যে এজাহারভুক্ত আসামী লাবিবসহ ৫জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কিন্তু মুল আসামীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং ঐসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে সম্মেলন থেকে সন্ত্রাসীরা যেন কোন রাজনৈতিক দলের আশ্রয় না পায় তারও আহবান জানান জেলা আমীর।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল ও জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে কথা বলেন নিহত আমিনুল ইসলাম সজলের ছোট ভাই আরিফুল ইসলাম সুজন। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মো: বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, মাওলানা ইসমাইল হোসেন, আরবপুর ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাত সোয়া ৭টার সময় মসজিদে এশার নামাজ আদায় করতে যাবার সময় খোলাডাঙ্গা সার গোডাউনের উত্তর পাশে রাস্তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমিনুল ইসলাম সজলকে। এ ঘটনায় তার ভাই আজাহারুল ইসলাম বাদী হয়ে ৫ নভেম্বর যশোর কোতয়ালী মডেল থানায় ৬ আসামীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। অবশ্য, পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করেছে ইতোমধ্যে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram