মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের নুর হোসেনের ছেল বাঁধন (১৮) ও জেলার সদর উপজেলার গড়পাড়া গ্রামের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল (২৫)। এ ঘটনায় লাদেন মিয়া (১৭) নামে আরও এক কিশোর আহত হন। লাদেন ইরতা গ্রামের রকেট মিয়ার ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ড-১১-৭৯১৩) সঙ্গে মোটরসাইকেলের (ঢাকা মেট্টো-হ ১২-২৮৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক বাঁধন নিহত হন। গুরুতর আহত অবস্থায় রাতুল ও লাদেন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এরমধ্যে রাতুলকে মৃত ঘোষণা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক সোহেল হোসেনকে আটক করা হয়। মামলার প্রস্তুতি চলছে।