মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ঝুঁকি নিয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ৪৮ কেজি গাঁজাসহ বহনকারী একটি ট্রাককে আটক করেছেন পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার সতিহাট এলাকা থেকে গাঁজা বহনকারী ট্রাকসহ দুইজনকে আটক করে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার নামোটিলা গ্রামের কামাল উদ্দিনের ছেলে রনি (২৬) ও একই উপজেলার বিনোদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আসমাউল হোসেন (৩৮)।
প্রেস ব্রিফিংয়ে ওসি সাংবাদিদের জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সতিহাট এলাকা থেকে ৪৮ কেজি গাঁজাসহ বহনকারী ট্রাক আটক করে থানায় নিয়ে আসেন।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।