এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দুটি চোখ ও একটি পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তালার দিন মজুর নুর ইসলাম।
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের সোনাই শেখের ছেলে নুর ইসলাম (৫৭), দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন, বছর বিশেক আগে মরন ব্যাধি গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হয়ে একটি পা কেটে পঙ্গুত্ব বরণ করতে হয়। এর পরেও আশা ছাড়েননি, একটি পা নিয়েই হাজরাকাটি বাজারে একটি চায়ের দোকান করে কর্মজীবন শুরু করেন। কিন্তু বিধি বাম, কয়েক বছর যেতেই দুটি চোখে ছানি পড়তে শুরু করে। দুটি চোখ অন্ধ হয়ে গেছে। স্ত্রী, এক কন্যা, এক অসুস্থ ছেলে নিয়ে অভাব অনটনের সংসার নুর ইসলামের। ডাক্তার বলেছে অপারেশন করলে একটি চোখ কিছুটা ভালো হওয়ার সম্ভবনা রয়েছে । কিন্তু অসহায় গরীব নুর ইসলাম অর্থের অভাবে চোখের অপারেশন করাতে পারছে না।
নুর ইসলাম জানান, বর্তমানে আমার দুটি চোখ নষ্ট ও একটি পা নেই, চলাচল করতে পারিনা, ডাক্তার একটি চোখ ভালো হওয়ার আশ্বাস দিয়েছে।কিন্তুু অর্থের অভাবে চিকিসা করতে পারছি না । তাই সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা জানান, এক পা ও দুটি চোখ হারানো নুর ইসলাম কে ইউনিয়ন পরিষদ থেকে প্রতিবন্ধী ভাতা সহ সরকারি সহযোগিতা করে থাকি। কিন্তু চোখের অপারেশন তো অনেক খরচের ব্যাপার, সকলে মিলে সাহায্য করলে হয়তো একটি চোখের দৃষ্টি ফিরে পেতে পারে। অসহায় শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী নুর ইসলাম কে সাহায্য করতে ০১৯৩৭ ২২৩৫২৫ নম্বর বিকাশ / নগদ যোগাযোগ করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আবেদন করেছেন ভুক্তভোগী পরিবার।