ওসমান হারুনী,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: হাসিনা সরকার হত্যা, গুম, ধর্ষণ ও মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে এদেশের মানুষকে হয়রানি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছর দেশের উন্নয়ন নামে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার পেতাত্তারা এখনও এদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের সকলের সজাগ থাকবে হবে যাতে এদেশের মানুষের ক্ষতি করতে না পারে। পাশাপাশি ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিফলে না যায়।
এসময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীসহ আরও অনেকে উপস্থিতি ছিলেন।
পরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহর পদক্ষিন করেন।