সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ১০১ কিন্ডারগার্টেন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ০৬ জন গুণী প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন- বিকেএ।
শনিবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন - বিকেএ দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিকেএ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও দীঘিনালা মাইনী কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ জেসমিন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
মেরুং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকামা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মোঃ মাইনুদ্দীন, প্রাক্তন শিক্ষক দীপুলাক্ষ চাকমা, প্রাক্তন শিক্ষক রনজিত নারায়ন ত্রিপুরা, প্রাক্তন শিক্ষক নলেন্দ্র লাল ত্রিপুরা বক্তব্যদেন।
এ সময় বক্তারা বলেন, ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও উৎসাহী হবে। সমাজের গুনীজনরা এ সংবর্ধনা ও ক্রেস্ট প্রাপ্তির মাধ্যমে সমাজে মানবিক কাজে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে সহায়ক ভূমিকা পালন করবে।’ বক্তারা আরো বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করলে দেশে বর্তমান প্রজন্ম আগামীর আলোকিত মানুষ হবে। কিন্ডারগার্টেন স্কুল গুলোকে ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা ও বাস্তববাদী জ্ঞান অর্জনে সহায়ক হতে হবে।’
পরে বিকেএ মেধাবৃত্তি ২০২৩ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা পাওয়া শিক্ষাবিদদের সনদ ও সম্মানা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া গুণীজনেরা হলেন — সাহিত্যিক ও সমাজ হিতৈষী মুকুন্দ চাকমা, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সমাজ হিতৈষী রনজিত নারায়ণ ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়াদম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নব কমল চাকমা, প্রাক্তন শিক্ষক ও সমাজ হিতৈষী দীপুলাক্ষ চাকমা ও অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক ও সমাজ হিতৈষী মোঃ জয়নাল আবেদীন। এছাড়াও মেধাবৃত্তি- ২০২৩ প্রাপ্ত উপজেলা ০৬টি কিন্ডারগার্টেন স্কুলের ১০১ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও স্বারক প্রদান করা হয়।