ঢাকা
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৫
logo
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৪

পাথর বহনকারী ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ তানিম হোসেন (১৫)। সে সাইকেল চালিয়ে কেঁওচিয়া  সড়ক থেকে মহাসড়কে উঠছিল এসময় কক্সবাজারমুখী পাথর বহনকারী একটি ট্রাকের ( চট্টমেট্রো- শ- ১১-৫৫৪৪) ধাক্কায় সে ঘটনাস্থলে মারা যায়।

শুক্রবার রাতে সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে ওবাইদিয়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ঢেমশা কানুরমার বাড়ির কোরবান আলীর পুত্র। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে সাড়ে ৭ টার দিকে কিশোর তানিম সাইকেল চালিয়ে ওবাইদিয়া সড়ক থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উঠছিল। এ সময় কক্সবাজারমুখী পাথর বহনকারী ট্রাকের ধাক্কায় তানিম ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আটককৃত চালক ফেনী সদরের কুরুচিয়ার মৃত মোহাম্মদ ইসমাইলের পুত্র আলমগীর হোসেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান জানান, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহত কিশোরের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram