হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ প্রায় এক লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এতে করে দুই জন আহত হয়েছেন। আহতরা বর্তমান হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন।
শনিবার (০৯ নভেম্বর ) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামে আব্দুর রহিমের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন, চুরি যাওয়া বাড়ির মালিক আব্দুর রহিম (৫০) ও তার মেয়ে ফাতেমা খাতুন (১৬)।
এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রহিম জানান, দইখাওয়া বাজার থেকে সন্ধ্যার পর তিনি বাড়িতে আসেন। পরে রাত সাড়ে নয়টার সময় মেয়ে ফাতেমার রান্না করা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখতে পাই বাড়ির মূল ফটক এবং আমার ঘরের দরজা ভাঙা। এ সময় দেখতে পাই আমার ঘরের বাক্সের তালা ভাঙা। বাক্সে ভেতরে এবং আলমারির মধ্যে রাখা গলার স্বর্ণালংকার ও নগদ প্রায় এক লাখ টাকা ছিল তা নেই। তাদের ধারনা খাবারে কেউ চেতনানাশক ঔষধ মিশিয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি৷ অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।